চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরে ৭২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশের রপ্তানি আয় ২০২৩
স্টার ফাইল ফটো

চলতি অর্থবছরে ৭২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আজ বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানির পরিমাণ ধরা হয়েছে ৬২ বিলিয়ন, যা গত অর্থবছরে ছিল ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের ৯ বিলিয়ন ডলারের চেয়ে ১১ দশমিক ১১ শতাংশ বেশি।

Comments