দ্বিতীয় প্রান্তিকে আইপিডিসির মুনাফা কমেছে ৬২.৭০ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মুনাফা ৬২ দশমিক ৭০ শতাংশ কমে ৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
আইপিডিসি, দ্বিতীয় প্রান্তিক, মুনাফা, ইপিএস,

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মুনাফা ৬২ দশমিক ৭০ শতাংশ কমে ৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

২০২২ সালের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ২১ কোটি ৮৯ লাখ টাকা।

ফলে, ২০২৩ সালের এপ্রিল-জুন সময়ে আইপিডিসির শেয়ারপ্রতি আয় হয়েছে শূন্য দশমিক ২২ টাকা, যা ২০২২ সালের একই প্রান্তিকে ছিল শূন্য দশমিক ৫৯ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সুদ বাবদ ব্যয়, বেতন-ভাতা, ঋণ ও বিনিয়োগের প্রভিশন বৃদ্ধির কারণে ইপিএস কমেছে।

২০২৩ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪৪ কোটি ১৬ লাখ টাকা এবং গত বছরের তুলনায় ৭৮ শতাংশ কম। ফলে, একই সময়ে ইপিএস ১ দশমিক ১৯ টাকা থেকে কমে হয়েছে শূন্য দশমিক ২৬ টাকা।

আজ ডিএসইতে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর অপরিবর্তিত আছে ৫৭ টাকা ৬০ পয়সায়।

Comments