বিবিএস কেবলসের মুনাফা কমেছে ৮৮ শতাংশ

গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে বিবিএস কেবলস লিমিটেডের মুনাফা আগের অর্থবছরের চেয়ে ৮৮ শতাংশ কমেছে।
বিবিএস কেবলস লিমিটেড, বিবিএস, মুনাফা, শেয়ারবাজার, ইপিএস,

গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে বিবিএস কেবলস লিমিটেডের মুনাফা আগের অর্থবছরের চেয়ে ৮৮ শতাংশ কমেছে।

কোম্পানিটির মুনাফা ২০২১-২২ অর্থবছরের ৮০ কোটি ৬৬ লাখ টাকা থেকে কমে ২০২২-২৩ অর্থবছরে ৯ কোটি ৭৪ লাখ টাকায় দাঁড়িয়েছে।

গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে শূন্য দশমিক ৪৬ টাকা, যা আগের বছর ছিল ৩ দশমিক ৮১ টাকা।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত প্রতিবেদনে বিবিএস কেবলস জানায়, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ইপিএস কমেছে।

স্টক ডিভিডেন্ড ঘোষণার পর পরিশোধিত মূলধন বৃদ্ধির কারণে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩৩ দশমিক ২৯ টাকা থেকে ৩২ দশমিক ৯৯ টাকায় নেমে এসেছে।

কোম্পানিটির বোর্ড ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

আজ ডিএসইতে বিবিএস কেবলসের শেয়ার দর অপরিবর্তিত ছিল ৪৯ টাকা ৯০ পয়সায়।

Comments