চট্টগ্রাম মোটর ফেস্টে দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ইয়ামাহা

চট্টগ্রাম মোটর ফেস্টে এসিআই মটরসের ইয়ামাহার আয়োজন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে শনিবার পর্যন্ত। 

এ ফেস্টে এসিআই মটরসের ইয়ামাহার আয়োজন সাজানো হয়েছে দুটি পৃথক ভাগে। একটি বাইক ডিসপ্লে এবং অপরটি টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম। ১০০০ সিসির এই বাইকটি ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, যা বাইক রেসের বিখ্যাত আসর মটোজিপি রেসিং ট্র্যাকে দাপিয়ে বেড়ায়।

এ ছাড়াও, এখানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক মডেল ইয়ামাহা আর১৫ সিরিজের সদ্য বাজারে আসা ১৫৫ সিসির আর১৫এম ও আর১৫ ভার্সন ৪.০ এর দুটি নতুন বাইক।

ফেস্টে আরও আছে এফজেড-এস, এমটি১৫ ভার্সন ২.০, এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স ও স্যালুটোর মতো জনপ্রিয় মডেলের মোটরবাইক। 

টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড ও স্ট্যান্ট শো অ্যাক্টিভিটি।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল পার্টনার। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস ডিলার পয়েন্ট আছে।

 

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago