এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো

চতুর্থ জাতীয় ভর্তা প্রতিযোগিতায় রেসিপি আহ্বান

সারা দেশ থেকে নারী-পুরুষ যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সরিষার তেল দিয়ে বানানো যায় এমন যেকোনো উপকরণ দিয়ে বানানো ভর্তার রেসিপি এই প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিদের সঙ্গে আয়োজকরা। ছবি: সংগৃহীত

আবারও শুরু হতে যাচ্ছে 'এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা'।

এই প্রতিযোগিতার চতুর্থ সিজনের জন্য রেসিপি আহবান করেছে প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিআই পিওর সরিষার তেল ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম ভর্তা প্রতিযোগিতার আয়োজন করা হয় ২০১৭ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা চলছে।

আজ মঙ্গলবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

সারা দেশ থেকে নারী-পুরুষ যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সরিষার তেল দিয়ে বানানো যায় এমন যেকোনো উপকরণ দিয়ে বানানো ভর্তার রেসিপি এই প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে।

প্রাথমিক রাউন্ডে একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ভর্তার রেসিপি পাঠাতে পারবেন।

প্রাথমিক রাউন্ডে ভর্তা পাঠানোর শেষ সময় আগামী ১০ জানুয়ারি।

এসিআই পিওর ফুডসের ফেসবুক পেজের ইনবক্সে রেসিপি পাঠানো যাবে।

এ বিষয়ক সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, এসিআই ফুড অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, এসিআই ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মো. তৌহিদুল খান তুষার প্রমুখ।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago