২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা

সাধারণত প্রতি বছরের ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়।
২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা
আগামী ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হবে | স্টার ফাইল ছবি

আগামী ২১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।

আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ জানান, চলতি বছর মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত প্রতি বছরের ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তা পেছানো হয়েছে।

এই বছর মেলায় বিদেশি কোম্পানির সংখ্যা কিছুটা কম হতে পারে। কারণ মেলার জন্য প্রস্তুতি নিতে তাদের খুব কম সময় দেওয়া হয়েছে।

সাধারণত, সরকার মেলা শুরুর প্রায় তিন মাস আগে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য নোটিশ দিয়ে থাকে। কিন্তু এবার তা দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে।

সময় কম দেওয়া সত্ত্বেও মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের আশা ভারত, ইরান ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে বেশ কিছু কোম্পানি মেলায় স্টল দেবে।

আজ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে বাণিজ্য মেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

29m ago