লিটারে ১০ টাকা কমল সয়াবিন তেলের দাম

আগামী ১ মার্চ থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো
ফাইল ছবি/সংগৃহীত

ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো আগামী ১ মার্চ থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আমদানিকারক ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ভোক্তারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা দরে কিনতে পারবেন।

সিটি গ্রুপের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, 'তবে পাম তেলের দাম কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।'

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভোক্তা পণ্য প্রক্রিয়াজাতকারী বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সয়াবিন তেলের দাম কমানোর পরামর্শ দেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড চাল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় এবং ভোজ্যতেল আমদানির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নেয়, যাতে চার পণ্যের দাম কমে যায়।

বিশ্বজিৎ সাহা বলেন, শুল্ক ও ভ্যাট কমানোয় প্রতি লিটারে ৫ টাকা প্রভাব পড়েছে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রিফাইনাররা লিটারপ্রতি ১০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Comments