খোলাবাজারে ডলার এখন ১২৫ টাকা

ফাইল ফটো | সংগৃহীত

দেশে চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়েছে।

এ খাত সংশ্লিষ্টরা জানান, গতকাল প্রতি ডলারের দাম ১২২-১২৩ টাকার মধ্যে ছিল। দুই সপ্তাহ আগে ছিল ১১৮-১১৯ টাকার মধ্যে।

মানি এক্সচেঞ্জাররা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডলার পাঠাতে না পারায় রেমিট্যান্স প্রবাহ কমে যায়, যে কারণে বৈদেশিক মুদ্রার বাজার অস্থির হয়ে উঠেছে।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

The CEC reiterates that the commission is advancing steadily with election preparations

11m ago