কাপড়ের নামে কনটেইনারভর্তি মদ আমদানি
চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে আমদানি করা এক কনটেইনার ভর্তি মদ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টম কর্তৃপক্ষ বলছে, মিথ্যা ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জভিত্তিক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের মাধ্যমে এ মদ আমদানি করা হয়েছে।
তবে ওই কনটেইনারে কী পরিমাণ মদ আছে তার এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত জব্দ করা মদের তালিকা তৈরির কাজ চলছিল।
আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সিনথেটিক ফেব্রিক্স নাম নিয়ে মদের এই চালনটি এসেছে চীন থেকে।
গত ডিসেম্বরে বন্দরে আসা এমন তিনটি চালন খালাসের দায়িত্ব ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের।
নিয়ম অনুসারে, রপ্তানিপণ্য হিসেবে তৈরি পোশাক উৎপাদনের আমদানি করা এ ধরনের কাঁচামাল শুল্কছাড় পায়। তবে মদ আমদানির জন্য শুল্ক দিতে হয় ৬০০ শতাংশের বেশি।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেও আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডেএফ এজেন্টের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে আমরা একটি সিন্ডিকেটের সন্ধান পেয়েছি যারা মিথ্যা ঘোষণার মাধ্যমে বন্দর থেকে পণ্য খালাসের চেষ্টা করছে। কনটেইনারটি ভালোভাবে পরীক্ষার পর মামলা করা হবে।'
Comments