স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা

স্বর্ণের দাম আরও একবার বাড়লো। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এটি সর্বোচ্চ দামের রেকর্ড। আগামীকাল থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল এক লাখ ৪০ হাজার ৬১ টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বৈঠকে এই দাম নির্ধারণ করে।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ছে। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি এক লাখ টাকা ছাড়ায়।
 

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

2h ago