চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক, বাংলাদেশে কমতে পারে ভোজ্যতেলের দাম

ছবি: সংগৃহীত

চীনে তৈরি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপ বাংলাদেশে সয়াবিন বীজ ও ভোজ্যতেলের দাম কমাতে সহায়ক হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

তারা আরও মনে করছেন, চীনের পাল্টা শুল্ক দেশটির আমদানিকারকদের মার্কিন পণ্য কিনতে নিরুৎসাহিত করতে পারে।

চীনা ব্যবসায়ীরা মার্কিন পণ্য আমদানি কমিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের চাহিদা কমে যাবে, ফলে দামও কমবে। যুক্তরাষ্ট্রে সয়াবিনের দাম কমলে বিশ্ববাজারেও দাম কমবে বলে মনে করছেন তারা।

বর্তমানে মার্কিন সয়াবিন তৈলবীজের বৃহত্তম আমদানিকারক দেশ চীন, তবে শিগগির তারা ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন বীজ সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারে।

ভোজ্যতেলের দাম কমার সঙ্গে সঙ্গে পোল্ট্রি ফিড, দুগ্ধজাত পণ্য ও গবাদি পশুর খাদ্যের দামও কমতে পারে।

বাংলাদেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৫ লাখ টন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ফলে এই চাহিদার প্রায় ৪৫ শতাংশ পূরণ হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. তসলিম শাহরিয়ার বলেন, আমেরিকান সয়াবিন বীজের দাম এখন নিম্নমুখী।

তিনি বলেন, বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন ৪৮০ ডলারে বিক্রি হচ্ছে, ছয় মাস আগেও যা ছিল ৫৩০ ডলার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে গেলে দাম আরও কমতে পারে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ এবং মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার ক্রমশ অবমূল্যায়নের কারণে প্রায় ৫০ থেকে ৬০টি স্থানীয় ফিড মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী 'ক্রাশকন' অনুষ্ঠানে শাহরিয়ার এসব কথা বলেন। ঢাকা ও দুবাইয়ে একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে মেঘনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তার আশঙ্কা, ইন্দোনেশিয়ার পাম বীজ থেকে জৈব-জ্বালানি উত্পাদন বৃদ্ধির সিদ্ধান্তের কারণে ভোজ্যতেলের দাম প্রভাবিত হতে পারে। কেননা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় পাঁচ শতাংশ পাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়া বর্তমানে বায়োডিজেল তৈরিতে ৩৫ শতাংশ পাম তেল ব্যবহার করছে এবং জ্বালানি আমদানি কমাতে তা ৪০ শতাংশে উন্নীত করতে চাচ্ছে।

ঢাকার পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের মালিক মো. সরিফুল ইসলাম বলেন, 'সয়াবিন চাষের মৌসুম হওয়ায় সয়াবিনের দাম আরও কমবে। এখন সরবরাহ ভালো রয়েছে।'

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের প্রকিউরমেন্ট (ইমপোর্ট) বিভাগের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, 'চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক দাম কমাতে সহায়তা করবে কি না, তা বলা মুশকিল। যেহেতু ট্রাম্পের গত মেয়াদে একই অবস্থা থাকার পরও দাম কমেনি।'

ট্রাম্প যুদ্ধের চেয়ে বাণিজ্য পছন্দ করেন উল্লেখ করে তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে, স্থিতিশীলতা এলে বিশ্বব্যাপী সয়াবিনের দাম কমাতে পারে।'

দুবাইয়ে সম্মেলনের ফাঁকে একটি আলোচনায় ইউএসএসইসির সাউথ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার আঞ্চলিক পরিচালক কেভিন রোপকে বলেন, বাণিজ্য খাদ্য মুদ্রাস্ফীতির জটিল সমস্যা হ্রাস এবং জনগণকে উপকৃত করতে পারে।

ইউএসএসইসির বাংলাদেশের কান্ট্রি টিম লিড খবিবুর রহমান বলেন, ইন্দোনেশিয়ার সিদ্ধান্তের কারণে চলতি বছর বিশ্ববাজারে এক কোটি টন পাম তেলের ঘাটতি দেখা দিতে পারে, যা বিশ্বব্যাপী ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেবে।

তবে অতীতের ধারায় দেখা গেছে, স্থানীয় ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সয়াবিন বীজের ওপর বেশি নির্ভরশীল, যোগ করেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোর হিসাবে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সয়াবিন আমদানি বাড়ছে। ইউএসএসইসির তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ এক দশমিক ৮৯ মিলিয়ন টন সয়াবিন, খাবার ও তেল আমদানি করেছে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago