ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘জাদুকরী’ প্রস্তাবে জেলেনস্কির ‘ভেটো’

ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন ট্রাম্প। 

সেসময় তিনি বলেন, 'আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।'

তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

পরে ক্রেমলিন থেকেও এই বৈঠকের খবর নিশ্চিত করা হয়। গতকাল শুক্রবার ক্রেমলিন আলাস্কায় শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একে 'একেবারেই যৌক্তিক' বলে অভিহিত করেছে।

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বলেন, 'তোমরা একটা ভূখণ্ড চাইছো, যা নিয়ে সাড়ে তিন বছর লড়াই হচ্ছে। বহু রাশিয়ান মারা গেছে। বহু ইউক্রেনিয়ও মারা গেছে।'

'এটি খুবই জটিল। আমরা কিছু ফেরত পাব, আর কিছু পরিবর্তন করব। উভয়ের ভালোর জন্যই কিছু অঞ্চল বিনিময় হবে', যোগ করেন তিনি।

তবে এই প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প।

যা বললেন জেলেনস্কি

পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের এই ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেন তার জমি দখলদারদের দেবে না।'

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'ইউক্রেনকে ছাড়া যেকোনো সমাধান হবে শান্তিবিরোধী সমাধান।'

রাশিয়া যা করছে, তার জন্য ইউক্রেন তাদের পুরস্কৃত করবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

39m ago