ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

চাল আমদানি
ছবি: সংগৃহীত

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় কোম্পানি বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ ডলারে চাল সরবরাহ করবে।

সভায় সৌদি আরব থেকে প্রতি টন ৬১৪ দশমিক ৫০ ডলারে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়া, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১২ হাজার ৯৮৩ কোটি টাকার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে সভায়।

সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, 'বর্তমানে দেশের বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে বাজার পর্যবেক্ষণ বাড়ানোর জন্য বলা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago