প্রতারণা ঠেকাতে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু

এভিএস
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সরকারি খরচের স্বচ্ছতা বাড়াতে ও আর্থিক জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে সরকার।

আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়—অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি জানান, গ্রাহকের অসুবিধা দূর করতে ও চেক ছাপানোর খরচ বাবদ বছরে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বাঁচানোর পাশাপাশি নগদ টাকা লেনদেন বন্ধ করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

এতে আরও জানানো হয়—গত ২৬ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব ও অর্থ কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়।

আগামী জুনের মধ্যে দেশের সব অ্যাকাউন্টিং অফিসে এভিএস বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক কর্মশালায় এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেন, 'এভিএস সরকারি ব্যাংক হিসাবের তথ্য যাচাইয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রাপকের কাছে সরকারি অর্থ পৌঁছানো নিশ্চিত করবে ও আর্থিক নিরাপত্তা বাড়াবে।'

বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়ের উপস্থাপনায় বলা হয়, এভিএস ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য বিনিময়ের মাধ্যমে রিয়েল টাইম অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান—অনিয়ম রোধে প্রতি অর্থবছর শেষে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার রিটার্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করা ও নতুন ব্যাংক হিসাব খোলার সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

Comments