ট্রাম্প-শুল্ক: যুক্তরাষ্ট্রকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা

সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন অংশ নেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নতুন করে বাণিজ্য শুল্ক আরোপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি লিখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আগামী দুই দিনের মধ্যে এ দুটি চিঠি পাঠানো হবে। চিঠিতে রপ্তানির ওপর আরোপিত শুল্কের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

আজ রোববার ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভায় উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের রপ্তানিকারক এবং বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখবেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রতিনিধিকে লিখবেন।

চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পরিকল্পনার রূপরেখা দেওয়া হবে। এতে, মার্কিন প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাতে পারে আশা করা হচ্ছে।

বেসরকারি রপ্তানিকারকরা আস্থা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তী সরকার এই সমস্যা সমাধানে সক্রিয় ব্যবস্থা নেওয়া ব্যবসায়ীরা নতুন শুল্কের প্রভাব মোকাবিলা করতে সক্ষম হবেন।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago