মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশ, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন

স্টার অনলাইন রিপোর্ট

জুনে বাংলাদেশে মূল্যস্ফীতি হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে তা ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। জুনে মূল্যস্ফীতি গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামল।

খাদ্য এবং খাদ্য-বহির্ভূত উভয় পণ্যে দাম কমায় মূল্যস্ফীতি এতটা কমেছে।

জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয় ৭ দশমিক ৩৯ শতাংশ। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এর ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে জুনে হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

In near-identically worded letters to the Japanese and South Korean leaders, Trump said the tariffs would apply from August 1

2h ago