জানুয়ারি-জুনে বেশিরভাগ তালিকাভুক্ত বিমা কোম্পানির মুনাফা কমেছে

প্রতীকী ছবি

চলতি বছরের প্রথমার্ধে দেশের বেশিরভাগ সাধারণ বিমা কোম্পানির মুনাফা কমে গেছে, যার প্রধান কারণ ব্যবসায়িক খাতে চলমান সংকটের ফলে মেরিন ও অগ্নিবিমা পলিসি কমে যাওয়া।

তালিকাভুক্ত ৩৭টি সাধারণ বিমা কোম্পানির মধ্যে ২২টির মুনাফা কমেছে এবং ১৫টি গত বছরের একই সময়ের তুলনায় বেশি আয় করেছে।

এই ছয় মাসে তাদের সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ২৯৪ কোটি টাকায়, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২৯৫ কোটি টাকা।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা মো. রেজাউল করিম বলেন, 'দেশের অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, ব্যবসাও ক্ষতিগ্রস্ত। বিমা খাতও এর ব্যতিক্রম নয়।'

তিনি মঙ্গলবার দ্য ডেইলি স্টার-কে বলেন, 'ব্যবসা সংকুচিত হওয়ায় মেরিন ও ফায়ার ইনসুরেন্স বিক্রি কমে গেছে।'

সম্প্রতি শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৩ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা করোনা মহামারীর সময় বাদ দিলে গত ৩৪ বছরের মধ্যে সবচেয়ে কম। কৃষি ও সেবা খাতে দুর্বল প্রবৃদ্ধি এই মন্দার অন্যতম কারণ।

চলতি বছরের জুন মাসে মুদ্রাস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে, যা দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ৯ শতাংশের নিচে নেমে এসেছে।

রেজাউল করিম বলেন, 'অনেক প্রতিষ্ঠান এখন বিমা করলেও আগের তুলনায় কম কভারেজ নিচ্ছে।'

তিনি জানান, 'যেসব কোম্পানি আগে ১ কোটি টাকার কভারেজ নেওয়ার জন্য প্রিমিয়াম দিত, এখন তারা অর্ধেক পরিমাণে বিমা নিচ্ছে।'

'এই সত্যটি মেনে নিতে হচ্ছে যে এটি তাদের ঝুঁকির মাত্রা বৃদ্ধি করছে, কারণ বর্তমান পরিস্থিতি ব্যবসার জন্য তেমন অনুকূল নয়,' মন্তব্য করেন তিনি।

তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড — প্রায় ৫৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

এরপর রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি, যাদের মুনাফা ২৮ কোটি টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা ২১ কোটি টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ১৮ কোটি টাকা মুনাফা করেছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) এস এম ইব্রাহিম হোসেন বলেন, দেশে আমদানি কমে যাওয়ায় মেরিন ইনসুরেন্স পলিসি পলিসির বিক্রি হ্রাস পেয়েছে।

তিনি বলেন, 'যখন এলসি (লেটার অব ক্রেডিট) খোলার হার কমে যায় তখন মেরিন বাণিজ্যে এর সরাসরি প্রভাব পড়ে।'

চলতি বছরের প্রথম ছয় মাসজুড়েই এলসি খোলার পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। জুন মাসে ৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের মতে গত ৫৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

ইব্রাহীম হোসেন আরও বলেন, 'আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের অভ্যন্তরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার অনেকেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, যার ফলে ইন্স্যুরেন্স পলিসির বিক্রিও কমেছে।'

প্রগতি ইন্স্যুরেন্সের রেজাউল করিম জানান, মুনাফা কমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো এজেন্ট কমিশন নিয়ে চরম প্রতিযোগিতা।

তিনি বলেন, 'একদিকে ব্যবসার পরিবেশ অনুকূলে নয়, অন্যদিকে এজেন্টদের কমিশন নিয়ে অসুস্থ প্রতিযোগিতার কারণে বিমা কোম্পানিগুলোর মুনাফাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

তিনি বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) এজেন্ট কমিশন প্রিমিয়ামের সর্বোচ্চ ১৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এখন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন দিচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, 'যদি কোনো কোম্পানিকে কমিশনের পেছনে তার প্রিমিয়াম আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ খরচ করতে হয়, আর পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনার খরচও বহন করতে হয়, তাহলে তারা লাভ করবে কীভাবে?'

'একটা সময় ছিল যখন কেবল ছোট কোম্পানিগুলো উচ্চ কমিশন দিত, কিন্তু এখন অনেক বড় কোম্পানিও একই কাজ করছে,' তিনি বলেন। 'ফলস্বরূপ, বিমা কোম্পানিগুলোর মুনাফা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তালিকাভুক্ত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬টি ১০ কোটি টাকার ওপরে মুনাফা করেছে। বাকিদের বেশিরভাগই ১ কোটি থেকে ৪ কোটি টাকার মধ্যে আয় করেছে, যা ইঙ্গিত দেয় বাজারের সামগ্রিক আকারে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

এস এম ইব্রাহিম হোসেন বলেন, 'কিছু কোম্পানি প্রতি বছর ভালো করছে, কারণ তাদের নেতৃত্ব ও কর্মীদের সক্ষমতা এবং দক্ষতা তুলনামূলকভাবে ভালো।'

তিনি জানান, এসব প্রতিষ্ঠানের জন্য ব্যবসার সুযোগও বাড়ছে।

'অন্যদিকে কিছু কোম্পানি বছরের পর বছর ধরে টিকে থাকার লড়াই করছে এবং তাদের ব্যবসা করার সুযোগ সংকীর্ণ হচ্ছে,' তিনি বলেন।

অর্থনৈতিক আকার বিবেচনায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা সবচেয়ে বেশি।

দেশে ৮০টি বিমা কোম্পানি রয়েছে, যেখানে ভারতে ৫৮টি, পাকিস্তানে ৫৪টি, ভিয়েতনামে ৫৩টি, নাইজেরিয়ায় ৫৭টি, নেপালে ৩৪টি, শ্রীলঙ্কায় ২৭টি এবং থাইল্যান্ডে ৭৪টি।

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

52m ago