ট্যুরিস্ট সিম আনলো বাংলালিংক

বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ছাড়াল

দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক ট্যুরিস্ট সিম চালু করেছে। এই সিমের মাধ্যমে বিদেশি পর্যটকরা বাংলাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিতে পারবেন।

সাধারণ সিম ও ই-সিম উভয় সিমের জন্য ৭ দিন থেকে ৩০ দিনের মেয়াদের ৬টি প্যাকেজ চালু করেছে বাংলালিংক।

এই সিমের মাধ্যমে পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল, এসএমএস পাঠাতে ও রিসিভ করতে পারবেন। ব্যবহারকারীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে বা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর সিম কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

প্রত্যেক পর্যটক নির্ধারিত এন্ট্রি পয়েন্ট ও বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পটে পাসপোর্ট দেখিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, 'ডিজিটাল অপারেটর হিসেবে বিদেশি পর্যটকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি চালু করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদেরকে সহজে ও নিরন্তরভাবে সংযুক্ত রাখা, যাতে তারা দেশে জুড়ে বাংলালিংকের ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবাগুলো উপভোগ করতে পারেন।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago