ভারত

আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করল ভারত

আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনার একটি চালের আড়ত। ছবি: হাবিবুর রহমান/স্টার

আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাঞ্জাব ও হরিয়ানাসহ কয়েকটি রাজ্যের নতুন রোপণ করা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, অনেক এলাকার কৃষককে পুনরায় ধান রোপণ করতে হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় চাল আমদানিকারক প্রতিষ্ঠান মজুমদার ট্রেডার্সের মালিক চিত্ত মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। এতে আমাদের দেশে খুব বেশি প্রভাব পড়বে না। কারণ, আমাদের এখানে আতপ চাল খুব বেশি চলে না। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আতপ চালের কিছু চাহিদা আছে। এখানে সিদ্ধ চাল বেশি চলে। ভারত সিদ্ধ চাল রপ্তানি নিষিদ্ধ করেনি।'

Comments