দিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ ৩০ বিরোধী এমপি আটক

দিল্লিতে নির্বাচন কমিশনমুখী বিক্ষোভ মিছিল থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ লোকসভার বিরোধীদলীয় ৩০ সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার এই ঘটনা ঘটে।
নির্বাচনী তালিকা সংশোধনের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা নির্বাচন কমিশনের দিকে মিছিল করছিলেন। সেই সময় পুলিশ তাদের পথ রোধ করে।
প্রতিবাদস্বরূপ কয়েকজন এমপি রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ৩০ জনেরও বেশি বিরোধী এমপিকে আটক করেছে।
পুলিশের ভাষ্য, নির্বাচন কমিশন কেবল ৩০ জন এমপিকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা 'সংখ্যায় বেশি' ছিলেন।
Comments