বৈদ্যুতিক পিকআপ আনছে টেসলা

টেক্সাস, অস্টিন, টেসলা, ইলন মাস্ক,
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের মিটপ্যাকিং জেলায় সাইবারট্রাকের নমুনা প্রদর্শন। ৮ মে, ২০২১। রয়টার্স ফাইল ফটো

টেক্সাসের অস্টিনে বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদন ফ্যাক্টরিতে বৈদ্যুতিক পিকআপ সাইবারট্রাক বানিয়েছে টেসলা।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার এক টুইটে টেসলা জানিয়েছে, দুই বছরের বিলম্বের পর তারা সাইবারট্রাক উৎপাদন করছে।

রয়টার্স বলছে, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে এক অনুষ্ঠানে পিকআপটির নমুনা উন্মোচন করেছিলেন। চলতি বছরের মে মাসের শেয়ারহোল্ডার মিটিংয়ে মাস্ক বলেন, চাহিদার ওপর নির্ভর করে টেসলা বছরে এক কোটি সাইবারট্রাক তৈরি করতে চায়।

গত বছর রয়টার্স জানিয়েছিল, টেসলা ২০২৩ সালের শেষ নাগাদ সাইবারট্রাকের ব্যাপক উৎপাদন শুরু করার লক্ষ্য নিয়েছে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

1h ago