বিশ্ব অর্থনীতি

গত বছরের শেষ প্রান্তিকে মালয়েশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনা ৩.৪ শতাংশ

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে মালয়েশিয়ার অর্থনীতিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে
মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়া, মালয়েশিয়ার জিডিপি,
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি বাজারে ফল কিনছেন স্থানীয়রা।১৮ ফেব্রুয়ারি, ২০১৬। ছবি: রয়টার্স

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে মালয়েশিয়ার অর্থনীতিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যা আগের ত্রৈমাসিকের চেয়ে সামান্য বেশি।

আজ শুক্রবার মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে পরিষেবা খাতের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭ শতাংশ। নির্মাণ, উৎপাদন, খনি ও কৃষিসহ অন্যান্য খাতেও প্রবৃদ্ধি হয়েছে।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে মালয়েশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। শুক্রবার পৃথকভাবে প্রকাশিত বাণিজ্য তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ থেকে মালয়েশিয়ার রপ্তানি কমেছে। ২০২৩ সালে দেশটির রপ্তানি ৮ শতাংশ কমেছে।

সময়োপযোগী পরিসংখ্যান ও আন্তর্জাতিক নীতি মেনে চলতে দেশটির পরিসংখ্যান বিভাগ গত বছরের অক্টোবরে ত্রৈমাসিক থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক অনুমান প্রকাশ করতে শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মালয়েশিয়ার পুরো বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে, যা সরকারের ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের চেয়ে কম।

তবে, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালে ৪ থেকে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করছে।

চূড়ান্ত চতুর্থ ত্রৈমাসিক ও ২০২৩ সালের জিডিপি পরিসংখ্যান আগামী ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Comments