ইইউ-জি সেভেনে জব্দ

রাশিয়ার ৩২৩ বিলিয়ন ডলার যাবে ইউক্রেনে

জব্দ করা রুশ সম্পদ
মস্কোয় ব্যাংক অব রাশিয়ার সদরদপ্তর। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শিল্পোন্নত সাত শীর্ষ দেশের কাছে জব্দ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ৩২৩ বিলিয়ন ডলারের সম্পদ চলে যাবে ইউক্রেনের হাতে।

এ জন্য ইইউ গতকাল সোমবার একটি আইন প্রণয়ন করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার আগ্রাসনের কারণে ইইউ ও জি সেভেনভুক্ত দেশগুলো তাদের কাছে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক অব রাশিয়া'র ৩২৩ বিলিয়ন ডলার জব্দ করেছে।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, আগামী এক বছরে রুশ অর্থ কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে এখন ইইউ ও জি সেভেন সদস্যরা আলোচনা করবে।

এতে আরও বলা হয়, রুশ সম্পদের লভ্যাংশ হিসেবে ইইউয়ের হাতে থাকা ১৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার আগামী চার বছরের মধ্যে ইউক্রেনকে দেওয়া হবে। জোটটি আলাদাভাবে ৫৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার কিয়েভকে দেবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ইইউয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে ক্রেমলিন এ নিয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

রুশ সম্পদ জব্দ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রথম আগ্রহ দেখায়। তবে এটি আইনগতভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করতেন ইইউ কর্মকর্তারা।

এর আগে মস্কো বলেছিল তার জব্দকৃত সম্পদ ইউক্রেনে ব্যবহার করা বেআইনি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago