মাইক্রোসফটকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া

কোম্পানিটির বাজার মূলধন ৩ দশমিক ৩৩৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যাপল,
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে টেক হেভিওয়েট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে এনভিডিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম গতকাল ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটির বাজার মূলধন ৩ দশমিক ৩৩৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

মাইক্রোসফটের বাজার মূল্য ছিল ৩ দশমিক ৩১৭ ট্রিলিয়ন ডলার এবং শেয়ারের দাম শূন্য দশমিক ৪৫ শতাংশ কমেছে। অ্যাপলের শেয়ারের দাম এক শতাংশের বেশি কমেছে এবং বাজার মূলধন ৩ দশমিক ২৮৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বছর থেকে বাজার মূল্যে এনভিডিয়ার এই উত্থান শুরু হয়। এ থেকে বোঝা যায়, এআই প্রযুক্তি নিয়ে ওয়ালস্ট্রিট উন্মাদনা বেড়েছে।

Comments