যাত্রী টানতে দুবাইয়ের উড়ুক্কু ট্যাক্সির প্রদর্শনী লন্ডনে

উড়ুক্কু ট্যাক্সি
লন্ডনের চ্যারিং ক্রস রেল স্টেশনের সামনে দুবাইয়ের উড়ুক্কু ট্যাক্সি। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলছে উড়ুক্কু ট্যাক্সি চালুর কাজ। সেই কাজের অংশ হিসেবে আমিরাতে উড়তে যাওয়ার জন্য প্রস্তুত এক ট্যাক্সির প্রদর্শনী হয়েছে লন্ডনে।

প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে—এই ট্যাক্সি সম্পর্কে সম্ভাব্য বিদেশি যাত্রীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আমিরাতে বিনিয়োগ আনা।

এ ছাড়াও, আমিরাতের সাফল্যও বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করা হয় এই প্রদর্শনীর মাধ্যমে। বলা হয়, আমিরাত এমন একটি দেশ যেখানে সব স্বপ্নের বাস্তবায়ন সম্ভব।

গত শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে বলা হয়, একটি উজ্জ্বল হলুদ উড়ুক্কু ট্যাক্সি লন্ডনের চ্যারিং ক্রস রেল স্টেশনের সামনে রাখা হয়েছিল।

আমিরাত সরকারের সংবাদমাধ্যম মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২০২৬ সালের মধ্যে দুবাইয়ে চালু হতে যাওয়া উড়ুক্কু ট্যাক্সির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত মাসে দুবাইয়ে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের সভা ও প্রদর্শনীতে ক্যালিফোর্নিয়ার এয়ার-ট্যাক্সি প্রতিষ্ঠান জোবি অ্যাভিয়েশন বলেছিল, আগামী বছরের শেষে তারা বহুল প্রত্যাশিত উড়ুক্কু ট্যাক্সি নিয়ে আসবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক টেইলার ট্রেরোটলা বলেন, তারা চেষ্টা করছেন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি ২০২৫ সালের মধ্যেই আকাশে দেখাতে চায়।

যাত্রীরা দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর, পাম জুমেইরাহ, দুবাই ডাউনটাউন ও দুবাই মারিনা থেকে উঠে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago