নেপালে নিষিদ্ধ হচ্ছে টিকটক

সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
নেপাল, টিকটক, ফেসবুক, ইউটিউব, চীন,
রয়টার্স ফাইল ফটো

সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে চীনা মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। তবে, কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে গত চার বছরে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ১ হাজার ৬৪৭টি সাইবার অপরাধের ঘটনা ঘটেছে।

নেপাল পুলিশের সাইবার ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং টিকটকের প্রতিনিধিরা গত সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। কারিগরি প্রস্তুতি শেষে আজকের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নেপাল সরকারের 'সোশ্যাল নেটওয়ার্কিং পরিচালনা সংক্রান্ত নির্দেশনা ২০২৩' প্রবর্তনের কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। নতুন নিয়ম অনুযায়ী, নেপালে কর্মরত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সেখানে অফিস স্থাপন করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ফেসবুক, এক্স (পূর্বের টুইটার), টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর জন্য নেপালে লিয়াজোঁ অফিস খোলা বাধ্যতামূলক করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

7h ago