‘জলের উজ্জ্বল শস্য’

বুদ্ধদেব বসু কবিতায় ইলিশকে অভিহিত করেছেন ‘জলের উজ্জ্বল শস্য’ হিসেবে। তার কাছে বাংলার বর্ষা মানেই ‘ইলিশ-উৎসব’।
ছবি: টিটু দাস/স্টার

বুদ্ধদেব বসু কবিতায় ইলিশকে অভিহিত করেছেন 'জলের উজ্জ্বল শস্য' হিসেবে। তার কাছে বাংলার বর্ষা মানেই 'ইলিশ-উৎসব'।

'ইলিশ' নামের এক কবিতায় বুদ্ধদেব বসু লিখেছিলেন, 'রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে/জলের উজ্জ্বল শস্য, রাশি-রাশি ইলিশের শব,/নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পাহাড়।'

বরিশাল নগরের পোর্ট রোডে ইলিশের সবচেয়ে বড় পাইকারি মোকামের এই চিত্র বুদ্ধদেব বসুর ওই কবিতার কথা মনে করিয়ে দিতে পারে।

মোকামের ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে যে পরিমাণ ইলিশ পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট। তাদের ভাষ্য, সম্প্রতি এখানে ইলিশের সরবরাহ ৪ গুণ বেড়েছে। বেড়েছে বিক্রিও।

গতকাল রোববার পোর্ট রোডের মোকাম থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী টিটু দাস

Comments