দুরন্ত শৈশব

ছবি: রাশেদ সুমন/স্টার

কাব্য করে বলতে গেলে গতকাল বুধবার আক্ষরিক অর্থেই ছিল 'ঝরঝর মুখর বাদলদিন'। দিনভর অবিরাম বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছিল রাজধানীর অনেক পথঘাট। অনেকটা স্থবির হয়ে পড়েছিল বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির এই শহর।

কিন্তু এর কোনোকিছুই ছবির এই ৩ শিশুর আনন্দে বাধা হতে পারেনি। ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুরন্তপনায় মাতে তারা। বৃষ্টির পানি থেকে মাথা বাঁচাতে হাতে থাকা প্লাস্টিক ফাইলই ছিল তাদের ভরসা। একই সময়ে পাশের এক অভিভাবকের তীব্র ভ্রুকুটিও শিশুদের সে আনন্দে বাধ সাধতে পারেনি। ছবিটি যেন সবাইকে এই ষড়ঋতুর দেশে বৃষ্টির সঙ্গে শৈশবের মিষ্টি স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে।

মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এলাকা থেকে গতকাল ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago