মহানন্দার ‘পাথরজীবী’

বালু আর পাথরের নদী হিসেবে পরিচিত মহানন্দা নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে। সাপের মতো বয়ে চলা এই নদীটি পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকে আবার মালদা জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে।
ছবি: মোস্তফা সবুজ/স্টার

বালু আর পাথরের নদী হিসেবে পরিচিত মহানন্দা নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে। সাপের মতো বয়ে চলা এই নদীটি পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকে আবার মালদা জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবাহিত মহানন্দার দৈর্ঘ্য অন্তত ১৫ কিলোমিটার। এই অংশে নদীতে ভেসে আসা নুড়ি পাথর সংগ্রহ করে দিন চলে অনেক দরিদ্র মানুষের। পাথরই তাদের জীবন। আয়ের উৎস।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

মহানন্দা থেকে পাথর তুলে একেকজন শ্রমিক দৈনিক ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করেন। এখানকার প্রায় ৫ হাজার শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

গতকাল রোববার তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ

Comments