মেয়র এসেছিলেন, তাই…

সম্প্রতি দখল ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সড়কটিতে আলাদা রিকশা লেন চালু করে। তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারণ সড়কের ওপরে রাখা ট্রাক-কাভার্ড ভ্যানের কারণে নির্ধারিত লেনে রিকশা ঢুকতেই পারে না।
ছবি: এমরান হোসেন/স্টার

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন রেলগেট-সাতরাস্তা সড়কটি বেশিরভাগ সময় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের দখলে থাকে। এ কারণে সৃষ্ট যানজটের জন্য সড়কটি এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রীদের কাছে রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে।

প্রায় এক শ ফুট প্রশস্ত এই সড়ক ধরে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা থেকে তেজগাঁও মহাখালী ও বনানীর দিকে যাওয়া যায়। গুলশান-নিকেতনে যাওয়ার সহজ রাস্তাও এটি। এই রাস্তা ব্যবহার করে তেজগাঁও এলাকার ৩টি বিশ্ববিদ্যালয়, ১টি মেডিকেল কলেজ, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাওয়া-আসা করেন। এ ছাড়া সড়কটি ফার্মগেট ও তেজগাঁও এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান পথ।

সম্প্রতি দখল ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সড়কটিতে আলাদা রিকশা লেন চালু করে। তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারণ সড়কের ওপরে রাখা ট্রাক-কাভার্ড ভ্যানের কারণে নির্ধারিত লেনে রিকশা ঢুকতেই পারে না।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম গতকাল বুধবার তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা পরিদর্শন করে ট্রাক মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে চলাচলের জন্য রিকশা লেনটি উন্মুক্ত করে দেন। এ সময় কিছু রিকশাকে এই লেন দিয়ে চলতে দেখা যায়।

ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন। 

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago