শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিশেষ তারল্য সুবিধা কেন্দ্রীয় ব্যাংকের

দেশের শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দিতে 'ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি' চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক

দেশের শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দিতে 'ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি' চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ব্যাংকিং খাতে এ ধরনের সুবিধা এই প্রথম চালু হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে ১০টি শরিয়াভিত্তিক ব্যাংক আছে। এর মধ্যে সম্প্রতি কয়েকটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায়, গ্রাহকরা এসব ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন। এতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই লিকুইডিটি ফ্যাসিলিটি চালু করেছে, যেন এ ব্যাংকগুলো তারল্য সংকটের চাপ সামলাতে পারে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিশেষ এই ব্যবস্থার অধীনে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের মেয়াদ হবে ১৪ দিন।

অন্যান্য ব্যাংকগুলোও বর্তমানে পুনঃক্রয় (রিপারচেজ) চুক্তির অধীনে এ ধরনের স্বল্পমেয়াদী ঋণ নিয়ে সুবিধা পেতে পারে।

আগে ইসলামি ধারার ব্যাংকগুলোর তারল্য ছিল যথেষ্ট। কারণ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সাধারণ ব্যাংকের তুলনায় শরিয়াভিত্তিক ব্যাংকগুলো কম বিধিবদ্ধ তরল স্থিতি বা এসএলআর রাখতে পারে।

 

Comments