জুলাই-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের লোকসান ৮৯ কোটি টাকা

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ৮৯ কোটি ২০ লাখ টাকা লোকসান করেছে।

গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লাভ হয়েছিল ৫৯ পয়সা।

ব্যাংকটি লোকসানের কারণ হিসেবে বিনিয়োগের বিপরীতে উচ্চ প্রভিশনকে দায়ী করেছে।

তবে এ বছরের নয় মাসে শরিয়াহভিত্তিক ব্যাংকটির মোট ২৬৭ কোটি ৭১ লাখ টাকা মুনাফা হয়েছে।

এছাড়া ইসলামী ব্যাংকের নগদ প্রবাহ উল্লেখযোগ্য বেড়েছে, জানুয়ারি-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি সমন্বিত নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৩ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল নেগেটিভ ৪৮ টাকা ৯ পয়সা।

তৃতীয় প্রান্তিকে লোকসান হলেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের নগদ ও নগদ সমতুল্য সম্পদ আছে ১২ হাজার ৩৫৩ কোটি ৭০ লাখ টাকা।

এদিকে ডিএসইতে আজ সকাল ১১টা ৫২ মিনিট পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৯৬ শতাংশ কমে ৪৯ টাকা ৯ পয়সায় দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago