৬ মাসে ন্যাশনাল ব্যাংকের লোকসান ৬২৭ কোটি টাকা

এনবিএল

ঋণের সুদ থেকে আয় কমে যাওয়ায় ২০২৩ সালের প্রথম ৬ মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) লোকসান হয়েছে ৬২৭ কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় ২৬১ শতাংশ বেশি।

২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির লোকসান হয় ১৭৩ কোটি টাকা।

ফলে গত অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৯৫ পয়সা, যা এর আগের বছর ছিল শূন্য দশমিক ৫৪ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে এনবিএলের প্রতিবেদনে বলা হয়, ঋণ ও অগ্রিম অর্থের সুদ থেকে আয় কম হওয়ায় শেয়ার প্রতি আয় কমেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৮ পয়সা। আগের বছরে একই সময়ে এটি ছিল ৩৬ পয়সা।

গতকাল বুধবার ডিএসইতে এনবিএলের শেয়ার দর অপরিবর্তিত ছিল ৮ টাকা ৩০ পয়সায়।

বিপুল লোকসানের কারণে ২০২২ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি এনবিএল।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago