ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরে গেল সৌদি কোম্পানি

 সৌদি আরব, আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি, ইসলামী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ,

সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ থেকে মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজির পরিচালক পদ প্রত্যাহার করে নিয়েছে।

সৌদি কোম্পানিটির অধীনে ইসলামী ব্যাংকের ১৬ দশমিক ০৯ কোটি বা ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার আছে।

আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি গত ৫ জুলাই একটি চিঠি পাঠিয়ে পরিচালকের পদ প্রত্যাহারের ইচ্ছে পোষণ করে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডিং সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ৩২৮তম বোর্ড সভায় শরিয়াহভিত্তিক ব্যাংকটির পরিচালনা পর্ষদ আরবসাসের পরিচালক পদ প্রত্যাহারের অনুমোদন দেয়।

তবে, কোম্পানিটি এখনো তাদের শেয়ার ধরে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয় রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কোম্পানিটির ৩২ লাখের বেশি বা ২ দশমিক ০৭ শতাংশ শেয়ার ছিল, যা প্রায় ১০৯ কোটি টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago