সৌদি-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে ইরান ও হুতিদের হুমকি নিয়ে আলোচনা

ওয়াশিংটনে বৈঠক করেন সৌদি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীরা। ছবি: রয়টার্স
ওয়াশিংটনে বৈঠক করেন সৌদি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীরা। ছবি: রয়টার্স

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা বিষয়ের পাশাপাশি এ অঞ্চলে হুতি ও ইরানের হুমকির বিষয়টিও উঠে আসে। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুবরাজ খালিদের আনুষ্ঠানিক সফরের উদ্দেশ্য ছিল ওয়াশিংটন ও রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা।

পাশাপাশি, পারস্পরিক স্বার্থরক্ষা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকের আগে হেগসেথকে জিজ্ঞাসা করা হয়, ইরান সৌদি আরবে হামলা চালালে যুক্তরাষ্ট্র দেশটিকে সুরক্ষা দেবে কি না। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ অঞ্চলের জন্য ইরান একটি বড় হুমকি। সৌদি আরব আমাদের কাছে অসামান্য অংশীদার হিসেবে বিবেচিত, এবং এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।'

কর্মকর্তারা জানান, যুবরাজ খালিদ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গেও দেখা করেন।

চলতি সফরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও দেখা করবেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী।

বৈঠকের পর পেন্টাগন একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতি মতে, হেগসেথ ও যুবরাজ খালিদ দুই দেশের স্বার্থরক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরে নিতে ও এর সম্প্রসারণ ঘটাতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

সৌদি নেতা মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স (২০১৯)
সৌদি নেতা মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স (২০১৯)

হেগসেথ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক প্রাধান্যের বিষয়ে যুবরাজ খালিদের দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প বদ্ধপরিকর। একইসঙ্গে, অংশীদারদের সঙ্গে কাজ করে হুতি বিদ্রোহীদের আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির সক্ষমতা কমাতেও দুই নেতা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

হেগসেথ প্রয়োজনের মুহূর্তে যুক্তরাষ্ট্র ও সৌদি সেনাবাহিনীর একে অপরের পাশে থাকার সক্ষমতাকে 'জরুরি' বলে অভিহিত করেন এবং এই বন্দোবস্তকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে 'বিনিয়োগ' বলে অভিহিত করেন।

পেন্টাগন আরও জানায়, যুবরাজ খালিদের সৌদি সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন হেগসেথ। শিগগির তিনি সৌদি আরব সফরে যাবেন।

এর আগে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য বৈঠক করেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

53m ago