ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে প্রাইম ব্যাংক

ডিজিটাল ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, প্রাইম ব্যাংক,

প্রাইম ব্যাংক ২টি সহযোগী প্রতিষ্ঠান গঠন ও একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইমের ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম পরিশোধিত মূলধন ৪৫ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। যার কাজ হকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সেবা দেওয়া।

এছাড়াও আরেকটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে প্রাইম ব্যাংক। যার ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এটি সম্পদ ব্যবস্থাপনা সেবা ও বিকল্প বিনিয়োগ তহবিল প্রদানে সহায়তা করবে।

একইসঙ্গে প্রস্তাবিত 'ডিজি১০ ব্যাংক পিএলসি' ডিজিটাল ব্যাংকে যোগ দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে প্রাইম ব্যাংকের বোর্ড। এতে, মোট পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকার মধ্যে ন্যূনতম পরিশোধিত মূলধন ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে স্পন্সর শেয়ারহোল্ডার হতে পারবে ব্যাংকটি।

Comments