প্রাক্তন ব্যাংকারদের পরিচালক হওয়ার নিয়ম শিথিল হলো
প্রাক্তন ব্যাংকারদের ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগের যোগ্য হবেন না।
এর আগে, ব্যাংকাররা অবসরে যাওয়ার পর বা ব্যাংকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হতে পারতেন না।
প্রাক্তন ব্যাংকারদের একই ব্যাংকের বোর্ড সদস্য হিসেবে নিয়োগের সুযোগ কঠোর করার ২ বছরেরও বেশি সময় পর এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালক নিয়োগের ক্ষেত্রে সামঞ্জস্য আনতে আমরা নিয়ম শিথিল করেছি।'
গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানে বহিঃহিসাব নিরীক্ষক, আইনি উপদেষ্টা, উপদেষ্টা, পরামর্শক, বেতনভুক্ত কর্মচারী বা অন্য কোনো পদের দায়িত্বে নিয়োজিত আছেন কিংবা গত পাঁচ বছরের মধ্যে নিয়োজিত ছিলেন এমন ব্যক্তি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে নিযুক্ত হতে পারবেন না।
Comments