জাতীয় নির্বাচন

প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপনটি ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সাত দিন পূর্বে খেলাপি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে বিবেচিত হবেন।

অন্যদিকে ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের একদিন আগে কোনো কোম্পানির পরিচালক বা কোনো প্রতিষ্ঠানের অংশীদার খেলাপি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের পরপরই সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।

ব্যাংকগুলো যদি জানতে পারে, কোনো ঋণখেলাপি ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাহলে নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে তথ্য পাঠাতে হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments