ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ ছাড়াল

স্মার্টের সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করতে পারায় গ্রাহকদের জন্য সুদহার বেড়ে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ হবে।
খেলাপি ঋণ, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

স্মার্ট হার বাড়ায় ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ ছাড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা গেছে।

ঋণের সুদহার নির্ধারণে ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল ব্যবহার করা, যা স্মার্ট নামে পরিচিত। জানুয়ারিতে স্মার্ট রেট ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ঋণের সুদহার নির্ধারণে প্রয়োগ করা হবে।

ফলে, ঋণ বিতরণের সময় ব্যাংকগুলো স্মার্টের সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করতে পারায় গ্রাহকদের জন্য সুদহার বেড়ে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ হবে। জানুয়ারিতে সুদহার ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ।

Comments