যেভাবে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদহার নির্ধারণ হবে

ডলারের বিপরীতে টাকার দর

আইএমএফের শর্তে বাজারভিত্তিক ঋণের সুদহার নির্ধারণের ধারাবাহিকতায় এবার প্রি-শিপমেন্ট ঋণের সুদ হারও বাড়তে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, প্রি-শিপমেন্ট সুদের হার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।

স্মার্ট হলো সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, 'বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারে চলমান ধারা অব্যাহত রাখতে ও অধিকতর ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হলো।'

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশনা দিয়েছে, কোনো ঋণ অথবা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, ওই চলমান ঋণ/তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর ও মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির সর্বোচ্চ ১.৫ শতাংশ হারে দণ্ড সুদ করা যাবে। 

ব্যাংক কোম্পানি আইন-১৯৯৯ এর ২৯(২)(চ) ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago