ব্যাংকের পরিচালক নিয়োগের নিয়ম কঠোর করল বাংলাদেশ ব্যাংক

একজন পরিচালকের ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। আগে এমন কোনো সীমা ছিল না।
ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংক পরিচালক নিয়োগের নিয়ম আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি (সংশোধনী) আইন-২০২৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন পরিচালকের ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। আগে এমন কোনো সীমা ছিল না।

সংশোধনীতে বলা হয়েছে, পরিচালকদের অন্তত ১০ বছরের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্য কোনো পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

তবে, ১৮ বছর বয়সের আগের কোনো কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে না।

Comments