বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাইদুরকে পদত্যাগে বাধ্য করলেন বিক্ষুব্ধ কর্মকর্তারা

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ,
বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে পড়েন। ছবি: মেহেদী হাসান/স্টার

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে বেশ কয়েকজন ডেপুটি গভর্নরকে অফিস ছাড়তে বাধ্য করেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বাংলাদেশ ব্যাংকের বিক্ষোভকারী কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করেন এবং ডেপুটি গভর্নর খুরশীদ আলম তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ,
ছবি: সংগৃহীত

এ সময় ব্যাংকিং উপদেষ্টা আবু ফরাহ নাসেরও পেছনের দরজা দিয়ে অফিস ত্যাগ করেন।

বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ দাবি করেছেন।

পরিস্থিতি 'নিয়ন্ত্রণের বাইরে' বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, 'এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারছি না।'


 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago