ব্যাংক এশিয়ার আমানত বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান ১০৩ কোটি টাকা

ব্যাংক এশিয়া

আমানত বাড়লেও গত জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাংক এশিয়ার লোকসান হয়েছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এর লোকসান হয়েছে ১০৩ কোটি ১৩ লাখ টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৭ কোটি ৭৪ লাখ টাকা।

ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৮ পয়সা।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের কারণ হিসেবে চলতি প্রান্তিকে বেশি সুযোগ রাখার কথা বলা হয়েছে।

জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ৪২ শতাংশ কমে ২০৫ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৭ টাকা ছয় পয়সা থেকে বেড়ে ৩২ টাকা ৯১ পয়সা হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত আমানত বেড়ে যাওয়ায় নগদ অর্থ প্রবাহের কারণে এনওসিএফপিএস বেড়েছে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago