তফসিলি ব্যাংক কর্মকর্তাদের নিয়ে ‘গ্র্যানুলার ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস’ কর্মশালা

তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে 'গ্র্যানুলার ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের আয়োজনে অর্ধদিবসব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় ৩১টি তফসিলি ব্যাংকের বিভিন্ন স্তরের মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহ্মেদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ব্যাংকিং খাতের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় তথ্য ও উপাত্তের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক নূরে আসমা নাদিয়া ও যুগ্ম পরিচালক জি এম আব্দুল্লাহ্ ছালেহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম পরিচালক মোছা. তানিয়া সুলতানা। অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন উপস্থিত সব কর্মকর্তা।
Comments