আল-আরাফাহ ব্যাংকের ৫৫০ কর্মকর্তাকে অব্যাহতি

আল আরাফাহ ব্যাংকের ৫৫০ কর্মকর্তা অব্যাহতি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৫০ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের গতকাল মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় এই কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আল-আরাফাহ ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান জালাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের মান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন হয়েছে।

বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যাংকের ২০২১ সাল থেকে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছে।

এ অবস্থায় ২০২১ সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্তদের মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। 

ব্যাংকটির মোট ১ হাজার ৪১৪ কর্মকর্তা পরীক্ষায় অংশ নেন এবং এতে ৮৬৪ কর্মকর্তা উত্তীর্ণ হন ও ৫৫০ জন অকৃতকার্য হন। 

ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী অকৃতকার্য কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

1h ago