মেঘনা শিল্পাঞ্চলে উৎপাদন শুরু করল জার্মানির প্রতিষ্ঠান সিএইচটি

সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মানির টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটির কারখানা। ছবি: সৌরভ হোসেন সিয়াম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) উৎপাদন শুরু করেছে জার্মানির টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটি।

সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে ২ দশমিক ২ একর জমির উপর। এখানে টেক্সটাইল ডাই ও কেমিক্যাল উৎপাদন করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কাজ শুরু হয়েছে। এ মাসের শেষের দিকে কারখানাটি পুরোপুরি উৎপাদনে যাবে। আগে যেসব কেমিক্যাল ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো সেসব কেমিক্যাল বাংলাদেশ থেকেই ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অল্প সময়ে স্থানীয় গ্রাহকরা পাবেন।

আজ সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী সদস্য আলী আহসান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, সিএইচটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফ্র্যাংক নওম্যান।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, 'বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব সরকার। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশ খুব দ্রুত সবগুলো খাতে উন্নতি করছে। কোভিডের মহামারির সময়ও দেশে অর্থনীতির চাকা সচল ছিল। আমরা আশা করি বিদেশি কোম্পানিগুলো এদেশে তাদের বিনিয়োগ বাড়াবে। এজন্য সব ধরনের সুবিধা দিচ্ছে সরকার।'

কারখানার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: সৌরভ হোসেন সিয়াম

'রাজধানীর খুব কাছেই মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের অবস্থান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। ভেতরেও সবধরনের সুযোগ-সুবিধা আছে। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে টেক্সটাইল ডাই এবং কেমিক্যাল উৎপাদন শুরু হওয়ায় টেক্সটাইল খাতে আরও উন্নতি হবে।'

এমজিআইর পরিচালক তানজিমা বিনতে মোস্তফা বলেন, 'বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে উৎসাহী হচ্ছে। মেঘনা গ্রুপ বাংলাদেশে প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লাইসেন্স পেয়েছে।'

তিনি আরও বলেন, 'নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, ভারত, নরওয়েসহ ১১টি দেশের কোম্পানির মোট ২২টি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে শিগগির বাংলাদেশ অর্থনৈতিক সূচকের পরবর্তী ধাপে উন্নীত হবে।'

সিএইচটির মহাব্যবস্থাপক (জিএম) প্রদীপ কুমার ধর সাংবাদিকদের বলেন, জার্মানির বহুজাতিক প্রতিষ্ঠান জিএমবিএইচ এর অঙ্গপ্রতিষ্ঠান সিএইচটি। বিশ্বের কয়েকটি দেশে সিএইচটির কার্যক্রম আছে। বাংলাদেশে এই প্রথম প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, 'যদিও উচ্চমাত্রায় দাহ্য পদার্থ এখানে উৎপাদন করা হবে না তারপরও বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা কারখানাটিতে রাখা হয়েছে। পরিবেশের সুরক্ষায় ইটিপি স্থাপন করা হয়েছে। ইটিপির পাশাপাশি জেডএলডি (জিরো লিকুইড ডিসচার্জ) ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রক্রিয়ার কারণে এক ফোঁটা বর্জ্যযুক্ত পানিও বাইরে যাবে না। আমরা আমাদের বর্জ্যযুক্ত পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করব।'

Comments