পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

মজুরি বোর্ড, তৈরি পোশাক, পোশাক শ্রমিক আন্দোলন,
রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে পঞ্চম বৈঠকে এ কথা জানায় মালিকপক্ষ। ছবি: স্টার

চলমান পোশাক শ্রমিক আন্দোলনের মুখে নতুন মজুরি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক কারখানা মালিকপক্ষ।

আজ রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে পঞ্চম বৈঠকে এ কথা জানায় মালিকপক্ষ।

বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, 'চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে।'

তবে, মজুরি কত টাকা বাড়ানো হবে সে বিষয়ে আজকের সভায় তারা কোনো ধারণা দেননি বলে জানান তিনি।

মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, 'আমরা মজুরি প্রস্তাব বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে নতুন আরেকটি প্রস্তাব দেওয়া হবে।'

এর আগে গত ২২ অক্টোবর মজুরি বোর্ডের চতুর্থ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব দেন। তবে তার বিপরীতে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেন মালিকপক্ষ।

ওই বৈঠকের পরদিন থেকে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে আশুলিয়া–সাভারে শ্রমিকদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালে গত সোমবার ২ শ্রমিক নিহত হন। পরদিন থেকে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে।

চলতি বছরের ডিসেম্বর থেকে দেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার কথা আছে।

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

Pahela Baishakh, the first day of the Bangla calendar, is being celebrated with music, colourful rallies, and festive events.

1h ago