স্বর্ণের দাম ভরিতে কমল ১৭৪৯ টাকা

আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা
বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবার ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানো হলো।

আগামীকাল থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, যা আগে ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সভায় স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ২৯ নভেম্বর বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার টাকার ওপরে নির্ধারণ করে। তারও আগে এ বছরের জুলাইয়ে প্রথমবারের মতো স্বর্ণের ভরি ১ লাখ টাকা অতিক্রম করে।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

1h ago