টঙ্গীতে পাওনা টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ

‘ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওটির টাকা না পেলে আমরা বাড়ি যাব কী করে? ঈদ করব কী করে?’
টঙ্গীতে পাওনা টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে পাওনার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভ | ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পাওনার টাকার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ আর এস ওয়াশিং কারখানার শতাধিক শ্রমিক টঙ্গীর কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে নেমে আসেন।

এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

শ্রমিকরা জানান, ঈদের আগে ছুটির আগে তারা গত মাসের বেতন-উৎসব ভাতা পেয়েছেন কিন্তু ছুটির দিনগুলোর বাড়তি কাজের টাকা পাননি। কারখানা কর্তৃপক্ষ সকাল থেকে আশ্বাস দিলেও রাত পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করেনি।

'ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওটির টাকা না পেলে আমরা বাড়ি যাব কী করে? ঈদ করব কী করে? আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকব,' বলেন তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী সুপার মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা শান্ত হয়ে রাত ১০টার দিকে সড়ক ছেড়ে দিয়েছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচল স্বাভাবিক আছে। মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের আলোচনা চলছে।'

Comments