সোম ও মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

কালী পূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ২ দিনের জন্য পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত

কালী পূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ২ দিনের জন্য পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ রোববার বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগামী ২৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে, এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার হতে পারবেন।'

তিনি আরও বলেন, 'কালী পূজা উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতারা আলোচনা সাপেক্ষে এই স্থলবন্দর দিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।'

এ ছাড়া, ছট পূজা উপলক্ষে আগামী ৩০ অক্টোবরও এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

Comments